ফাইল ছবি
কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে রানা (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। তিনি একটি জুতার কারখানায় কাজ করতেন। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের কলাতিয়া বাবর জুতার কারখানার সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করে।
নিহত রানা বরিশাল জেলার উজিরপুর উপজেলার ডাকবাংলা এলাকার মো. আলীর ছেলে। বর্তমানে সে কেরানীগঞ্জ কলাতিয়া নিশানবাড়ি এলাকায় ওই জুতার কারখানায় থাকতো এবং সেখানেই কাজ করতো।
নিহত রানার সহকর্মী মো. জিয়াদ হাওলাদার জানান, তারা একসঙ্গে কলাতিয়া বাবর জুতার কারখানায় কাজ করেন। বিকেলে কাজ নিয়ে রফিকুল নামে এক সহকর্মীর সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে কারখানার গেটের কিছুটা দূরে রানার গলায় ছুরিকাঘাত করে রফিকুল, হৃদয় ও শাকিল পালিয়ে যায়। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে রানাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তখন তাকে দ্রুত কলাতিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে কেরানীগঞ্জ থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের গলায় ছুরিকাঘাতের চিহ্ন আছে।