দেশে অবৈধ সরকার ক্ষমতায় রয়েছে, যারা লুটপাটের রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেছেন, নির্দলীয় সরকার প্রতিষ্ঠিার বিকল্প নেই। অচিরেই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
দেশ বর্তমান সময়ে গভীর সংকটে রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের উপর কারও আস্থা নেই। সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে ভয় পায়। এ সংকট সমাধানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার বিকল্প নেই।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করে বলেন, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন। ফলে সরকারপক্ষের লোকজন হুমকি-ধমকি থেকে শুরু করে প্রতিবাদী মানুষকে হত্যা করা শুরু করেছে। বাকশাল, নিশিরাতের নির্বাচন, বিনাভোটের নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, সংবাদপত্রের কণ্ঠরোধ সেটিরই উদাহরণ।
এসময় বিএনপির এ মুখপাত্র অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেলের হাতে এখন ভিক্ষার থালা। শেখ হাসিনা তার ভয়াবহ বিপদ বুঝতে পারছেন।