ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার চৌদ্দ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি বলেন, সরকার যদি চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে ব্যর্থ হয় তবে আমরা নেতা-কর্মীরা মিলে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা-কর্মচারী এই ঘটনার সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদেরকে ফুটেজ দেখে স্পষ্টভাবে চিহ্নিত করা যাবে। সরকার তদন্ত কমিটি গঠন করলেও বাস্তবে তাদের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাহলে কি আমরা ধরে নেব সরকার সেনাবাহিনীকে ভয় পায়?
হাসান আল মামুন আরও বলেন, সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে বলেছিলেন যে তিনি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ ফেরাতে চান। কিন্তু বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না দেখে প্রশ্ন উঠছে এই রিফাইন্ড আওয়ামীলীগকে ফেরানোর কারণেই কি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
তিনি অভিযোগ করেন, নুর মাথায় ব্যাপক আঘাত পেয়েছে ও নাকের হাড় ভেঙে গেছে। অথচ এতদিন পরও সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে না। সরকার যদি বিদেশে নিতে না পারে তবে আমাদের জানাতে পারে, আমরা নেতা-কর্মীরা মিলে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব।