শাহনাজ পারভীন মিতা:
সমুদ্র সবসময় নারীর মতন
কত কথা দোলে মনে যখন তখন,
জোয়ারে সে তো উচ্ছল চঞ্চল তরুণী
ভাটার টানে সে ব্যথা বিধুর রমণী ।
থামে না ঢেউ ফেরেই বালুকা সৈকতে
নারীর মতই দোলে ছন্দ নৃত্যে গীতে,
দীর্ঘ বালুকাবেলা ,এক পায়ে নুপুর
রুমঝুম বেজে চলে একাকী দুপুর।।
সিক্ত নারী ,বিরহে সাগরে বৃষ্টি জল
ঢেউয়ের বুকে ভাসে মনের অতল,
ঝিনুকের মাঝে মুক্তোরা নিশব্দে কাঁদে
নারীর মনের বীণায় কে সুর সাধে।
সমুদ্র গভীরে নারী ,অশ্রুজলে মুক্তো
নিশীথে কাঁদে বিরহী রাধা ,ব্যথা সুপ্ত।
সনেট কথামালা