সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ইশতেহারের ২১ নম্বর কথাটি তুলে ধরা হয়েছে: সারজিস

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আলোচনার মধ্যেই কক্সবাজার থেকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফেসবুকে লাইভে এসেছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি লাইভে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

 

তিনি বলেন, ‘এনসিপির ২৪ দফা ইশতেহারের ২১ নম্বরে জলবায়ুসহিষ্ণুতা এবং নদী-সমুদ্র রক্ষার কথাটি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমা প্রায় ভূমির সমান। এটি অপার সম্ভাবনার ভান্ডার। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে এই ব্লু ইকোনমিকে সফলভাবে গড়ে তোলা যায়, কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করা যাবে এবং সমুদ্রতীরবর্তী জনগোষ্ঠীর টেকসই জীবন নিশ্চিত করা যাবে। গ্লোবাল ওয়ার্মিং ও তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রতীরবর্তী মানুষের বসতবাড়ি অদূর ভবিষ্যতে সমুদ্রগর্ভে চলে যেতে পারে, তাই আগেভাগেই সঠিক ব্যবস্থা নিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় পূর্বাভাস যেন সময়মতো দেওয়া হয় এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য সক্ষমতা অর্জন করতে হবে। আমরা চাই এই সমুদ্রকে সম্পদে পরিণত করতে এবং খনিজ সম্পদ আহরণ করতে, যা অবশ্যই টেকসই পদ্ধতিতে হতে হবে।

 

এদিকে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলকে অবহিত না করে কক্সবাজারে অবকাশযাপন ও ব্যক্তিগত সফর করায় দলের কেন্দ্রীয় পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

তারা হলেন– এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল বুধবার দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।

 

নোটিশে ৫ আগস্ট এই পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই সফর-সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবহিত করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

 

গত মঙ্গলবার ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির এই পাঁচ নেতা। তারা ইনানীর একটি পাঁচতারকা হোটেলে ওঠার পর যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই খবরের পর হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এই খবরকে ‘গুজব ও অপপ্রচার’ বলে দাবি করে বলেছেন, তাদের এ সফর ব্যক্তিগত। কয়েকটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ও ফ্যাক্ট চেকার যাচাই করে জানিয়েছে, পিটার হাস এই মুহূর্তে বাংলাদেশে নেই। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।

 

কক্সবাজার প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১টার দিকে এনসিপি নেতারা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সি-পার্ল হোটেল ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে হোটেল কর্তৃপক্ষ। কক্সবাজার শহরে পৌঁছে কলাতলীতে একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টার দিকে সৈকতের সুগন্ধা
পয়েন্টে অবস্থিত ‘প্রাসাদ প্যারাডাইস’ হোটেলে ওঠেন তারা। রাত পৌনে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ওই হোটেলেই অবস্থান করছেন এবং স্থানীয় কয়েকজন এনসিপি সংগঠক তাদের সঙ্গে সাক্ষাৎও করেছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন এনসিপি নেতা বলেন, নেতাদের সঙ্গে আলাপে বিভিন্ন গুজবের কারণে তাদের খুবই বিব্রত মনে হলো। এটি ব্যক্তিগত সফর বলেই মনে হয়েছে।

 

এ বিষয়ে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, তাদের ব্যক্তিগত ভ্রমণে কোনো বাধা নেই বা কাউকে বলে যেতে হবে– এমন কোনো বিধানও নেই। তবে ৫ আগস্টের মতো এমন গুরুত্বপূর্ণ দিনে তারা এভাবে ঘুরতে গেছেন, এটা তো তারা এক দিন পরও যেতে পারতেন। এই কারণে ‘মোরাল গ্রাউন্ড’ থেকে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি একান্তই অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়, এর বেশি কিছু নয়।

 

শোকজ নোটিশ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘৫ আগস্ট গুরুত্বপূর্ণ দিনে নেতারা কক্সবাজার সফরে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়েছে। এ জন্য দলের পক্ষ থেকে কারণ দর্শাতে বলা হয়েছে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি: শিবির সভাপতি

» আশিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে : ফারুকী

» বিশেষ অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

» সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে: রিজভী

» রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়ার ভূ‌মিকা খতিয়ে দেখবে পুলিশ

» ১৬টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, ৮৫টি করা হচ্ছে

» পরিত্যক্ত অবস্থায় সোয়া ৮ কেজি সোনা উদ্ধার

» দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল: সালাহউদ্দিন আহমদ

» ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীম

» শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে তা ড. ইউনূসের ব্যর্থতা হবে: ফারুক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ইশতেহারের ২১ নম্বর কথাটি তুলে ধরা হয়েছে: সারজিস

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আলোচনার মধ্যেই কক্সবাজার থেকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফেসবুকে লাইভে এসেছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি লাইভে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

 

তিনি বলেন, ‘এনসিপির ২৪ দফা ইশতেহারের ২১ নম্বরে জলবায়ুসহিষ্ণুতা এবং নদী-সমুদ্র রক্ষার কথাটি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমা প্রায় ভূমির সমান। এটি অপার সম্ভাবনার ভান্ডার। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে এই ব্লু ইকোনমিকে সফলভাবে গড়ে তোলা যায়, কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করা যাবে এবং সমুদ্রতীরবর্তী জনগোষ্ঠীর টেকসই জীবন নিশ্চিত করা যাবে। গ্লোবাল ওয়ার্মিং ও তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রতীরবর্তী মানুষের বসতবাড়ি অদূর ভবিষ্যতে সমুদ্রগর্ভে চলে যেতে পারে, তাই আগেভাগেই সঠিক ব্যবস্থা নিতে হবে। সরকারি ব্যবস্থাপনায় পূর্বাভাস যেন সময়মতো দেওয়া হয় এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য সক্ষমতা অর্জন করতে হবে। আমরা চাই এই সমুদ্রকে সম্পদে পরিণত করতে এবং খনিজ সম্পদ আহরণ করতে, যা অবশ্যই টেকসই পদ্ধতিতে হতে হবে।

 

এদিকে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলকে অবহিত না করে কক্সবাজারে অবকাশযাপন ও ব্যক্তিগত সফর করায় দলের কেন্দ্রীয় পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

তারা হলেন– এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল বুধবার দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।

 

নোটিশে ৫ আগস্ট এই পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই সফর-সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবহিত করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

 

গত মঙ্গলবার ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির এই পাঁচ নেতা। তারা ইনানীর একটি পাঁচতারকা হোটেলে ওঠার পর যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই খবরের পর হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এই খবরকে ‘গুজব ও অপপ্রচার’ বলে দাবি করে বলেছেন, তাদের এ সফর ব্যক্তিগত। কয়েকটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ও ফ্যাক্ট চেকার যাচাই করে জানিয়েছে, পিটার হাস এই মুহূর্তে বাংলাদেশে নেই। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।

 

কক্সবাজার প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১টার দিকে এনসিপি নেতারা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সি-পার্ল হোটেল ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে হোটেল কর্তৃপক্ষ। কক্সবাজার শহরে পৌঁছে কলাতলীতে একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টার দিকে সৈকতের সুগন্ধা
পয়েন্টে অবস্থিত ‘প্রাসাদ প্যারাডাইস’ হোটেলে ওঠেন তারা। রাত পৌনে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ওই হোটেলেই অবস্থান করছেন এবং স্থানীয় কয়েকজন এনসিপি সংগঠক তাদের সঙ্গে সাক্ষাৎও করেছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন এনসিপি নেতা বলেন, নেতাদের সঙ্গে আলাপে বিভিন্ন গুজবের কারণে তাদের খুবই বিব্রত মনে হলো। এটি ব্যক্তিগত সফর বলেই মনে হয়েছে।

 

এ বিষয়ে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, তাদের ব্যক্তিগত ভ্রমণে কোনো বাধা নেই বা কাউকে বলে যেতে হবে– এমন কোনো বিধানও নেই। তবে ৫ আগস্টের মতো এমন গুরুত্বপূর্ণ দিনে তারা এভাবে ঘুরতে গেছেন, এটা তো তারা এক দিন পরও যেতে পারতেন। এই কারণে ‘মোরাল গ্রাউন্ড’ থেকে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি একান্তই অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়, এর বেশি কিছু নয়।

 

শোকজ নোটিশ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘৫ আগস্ট গুরুত্বপূর্ণ দিনে নেতারা কক্সবাজার সফরে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়েছে। এ জন্য দলের পক্ষ থেকে কারণ দর্শাতে বলা হয়েছে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com