ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : লালবাগের শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পিচ্চি মনিরের সহযোগী এবং ডাকাত চক্রের সক্রিয় সদস্য অনিককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার গভীর রাতে আজিমপুর আর্মি ক্যাম্পের ৪৬ বিগ্রেড (অজেয় চার) এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
যৌথ বাহিনী সূত্র জানায়, গ্রেফতারের সময় কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তল্লাশি করে তার কাছে থাকা একটি রিভলভার (পিস্তল), দুই বক্স ককটেল তৈরির রাসায়নিক ও প্রস্তুত ককটেল, পুলিশের পাঁচ সেট পোশাক, একটি পুলিশের রোড মার্কার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের একজন কর্মকর্তা জানান, রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর একটি উচ্চ-অপরাধ প্রবণ এলাকা। এখানে একাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি ডাকাতি ও মাদক চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অনিককে চিহ্নিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সামরিক পোশাক পরে শহীদ নগর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি এবং সংগঠিত অপরাধ চালিয়ে আসছিলেন। আমরা অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ তাকে গ্রেফতার করি।
এ বিষয়ে লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। এ সময় অস্ত্র, ককটেল তৈরির সরঞ্জাম ও পুলিশের পোশাক উদ্ধার করে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তাকে আদালতের কাছে সোপর্দ করবো।