‘সচিবালয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  সচিবালয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নিয়ম-আদেশ ভঙ্গ করে অন্যায় ও ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

রোববার (১০ আগস্ট) সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে একটি চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে একটি লাইব্রেরি উদ্বোধন করেন।

 

সঞ্চালিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যারা সরকারি বিধি ভঙ্গ করে অন্যায় করেছে এবং দেশের গণতন্ত্রকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অনেক অফিসে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। ভবিষ্যতে এটি আরও দৃশ্যমান হবে। তবে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করছি এবং কারো প্রতি অন্যায় করবো না।

 

শফিকুল আলম আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদের পথ অনুসরণ করে আমরা জাতিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তারা চেয়েছিলেন দেশে ভোট চুরি ও দুর্নীতি না থাকুক, এবং কোনো অবৈধ শাসক যাতে মানুষের উপর অত্যাচার চালাতে না পারে। আমরা সেই আদর্শে অটল থাকতে চাই।

 

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে যাতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হয়। আমরা আশা করছি জাতি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পাবে।

 

অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা আবু সাদিক কায়েম।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

» আ. লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে ভোট ঘিরে বিপর্যয় নামতে পারে: মঞ্জু

» ‘সচিবালয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

» মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

» চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

» মাজারে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

» পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

» মা-বাবা বিয়ে দিতে না চাইলে শরিয়তের নির্দেশনা কী

» লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেফতার

» ছুরিকাঘাতে যুবক নিহত

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সচিবালয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  সচিবালয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নিয়ম-আদেশ ভঙ্গ করে অন্যায় ও ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

রোববার (১০ আগস্ট) সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে একটি চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে একটি লাইব্রেরি উদ্বোধন করেন।

 

সঞ্চালিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যারা সরকারি বিধি ভঙ্গ করে অন্যায় করেছে এবং দেশের গণতন্ত্রকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অনেক অফিসে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। ভবিষ্যতে এটি আরও দৃশ্যমান হবে। তবে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করছি এবং কারো প্রতি অন্যায় করবো না।

 

শফিকুল আলম আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদের পথ অনুসরণ করে আমরা জাতিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তারা চেয়েছিলেন দেশে ভোট চুরি ও দুর্নীতি না থাকুক, এবং কোনো অবৈধ শাসক যাতে মানুষের উপর অত্যাচার চালাতে না পারে। আমরা সেই আদর্শে অটল থাকতে চাই।

 

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে যাতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হয়। আমরা আশা করছি জাতি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পাবে।

 

অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা আবু সাদিক কায়েম।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com