রুখসানা রিমি:
সকালটা বেশ বৈচিত্র্যময়।
সকালটা শুরু হয়
কী করবো কী করা যায়
কেমন যাবে দিনটা সেই ভাবনায়।
ভোরের আলো ফোটার সাথে সাথে
প্রকৃতি ও মানুষের ব্যস্ততা বেড়ে যায়।
আমিও ব্যস্ত হবার আগে ভোরে
ছাদে গিয়ে হাঁটতে হাঁটতে বুঝি-
কে কত ব্যস্ত আর কে কত
ব্যস্ততার অজুহাতে দূরে চলে যায়!
সকালে গাছেরা ব্যস্ত হয়ে পড়ে
সূর্যের আলোয় আলোকিত হতে।
ফুলেরা ব্যস্ত হয় প্রকৃতির মাঝে
নিজেকে বিকিয়ে দিতে।
পাখিরাও আড়মোড়া ভেঙে
ব্যস্ত হয় আহারের খোঁজে-
আর প্রজাপতি ব্যস্ত হয় মধু আহরণে।
আহারে মানবজীবন!
ঘুম না ভাঙ্গলেই সবকিছু বৃথা!
তবুও মানুষের অহমিকা, দাম্ভিকতার
একচুলও নড়চড় হয় না!
ভুলেও ভাবে না মানুষ-
মহান স্রষ্টা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।