সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘সকল রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি তাদের কাছে আমার মিনতি জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরী করে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই।’’ তিনি বলেন, ‘‘রাষ্ট্র এবং জনগণের আকাংখা পূরণের জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি তাহলে তো ২০১৪, ২০১৮, ২০২৪ এর মতো নির্বাচন হবে। এতো রক্ত দিয়েছি কি আবার সেই নির্বাচনের জন্যে?’
শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে, ৪০ হাজার ছাত্র-জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে। যারা চলে গেল তারা তো বিজয় দেখে যেতে পারল না। তাদের স্ত্রী সন্তান শিশুরা কাঁদে, আহতরা হাসপাতালে, বিজয় এই মুক্তির স্বাদ তারা দেখতে পারছে না। যারা আত্মত্যাগ করে গেল তাদের রক্তের এই ঋণ এই ত্যাগ আমাদের শোধ করতে হবে। আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণী আছি। তা শোধ করার একটাই উপায় তা হচ্ছে, তারা যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল সেই স্বাধীন, সোনার, সমৃদ্ধ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রের ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। তাহলেই এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে।
গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. মো: সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো: আবুল হাসেম খান, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহা: জামাল উদ্দিন, গাজীপুর জেলার সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকীম, গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর নায়ে্ে আমীর মো: খায়রুল হাসান, ২০২৪ এর আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্ত সহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।