সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, চলমান সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে হবে, যাতে সংস্কার কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। রাষ্ট্রে অগ্রগতিশীল ও উন্নত সংস্কার কার্যক্রম সময়ের দাবি। যারা এখন আমলাতন্ত্রকে প্রভাবিত করছে নির্বাচনে তারাই আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করবে।
আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের আশাহত হলে চলবে না। সুদিনের আশা নিয়ে বেঁচে থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে। নিজেকে নিজের জায়গায় ছাড় দিতে হবে। আমাদের মনে রাখতে হবে এখন লড়াই জ্ঞানের, লড়াই বুদ্ধির। রাজনীতিবিদদের অতীত দেখেছে বলেই মানুষ রাজনীতিবিদদের ওপর আস্থা হারাচ্ছে।
তিনি বলেন, এ রকম হতে পারে বহু জায়গায় মার্কা পারবে না, যাদের গুণ আছে তারা জিতে যাবে। হয়ত দেখবেন বড় বড় মার্কা, বিশাল বিশাল মিছিল করছে। কিন্তু ভোট পাচ্ছে যাদের কোনো মিছিলই হয়নি। লোকে মনে করে এই মানুষটা ভালো, তাকে ভোট দিয়ে দেবে। তিনি জিতে যাবে এমনটা বলছি না, কিন্তু ভোটে ব্যবধান হবে। এরকম একটা পরিবর্তন হতে পারে। আমি নিজে অনুধাবন করছি মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন খুব ভালো হওয়া দরকার। সত্তরের নির্বাচন কেমন হয়েছিল কেউ জানেন কি? আমি নিজেই কতগুলো ভোট দিয়েছি। আর কত মানুষ তো ১০/২০টা করে ভোট দিয়েছে। ভোট দিয়ে বের হওয়ার পরে বলে আরেকবার যাও; ওই ভোটতো আমি চাচ্ছি না। মানুষ যেন বোঝে তার ভোট কত মূল্যবান, কারণ তার ভোটেই শাসক হচ্ছে।
কবি মনির ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান, গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিজবুল্লাহ, গবেষক আলাউদ্দিন কামরুলসহ অনেকে।