ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
নুরুল হকের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু ভিপি নুরুল হক নুর একটু সুস্থবোধ করছিলেন। রাতে ঘুম না হওয়া, মাথায় যন্ত্রণা, শরীর ব্যথাসহ নাকবন্ধ থাকায় একটু শ্বাসকষ্ট বেড়ে অবস্থার অবনতি হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।