ছবি সংগৃহীত
প্রথম দুই ম্যাচ হেরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ দল। আজকের ম্যাচটি অনেকটা আনুষ্ঠানিকতার।
যদিও বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় ভারতের মাটিতে যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। কেননা ভারতের বিপক্ষে একটা জয় পেলেই সেটা হতে পারে দারুণ অর্জন। এ হিসেবে শেষ ম্যাচ জিততে ভালো পরিকল্পনা ও একদাশ সাজিয়ে মাঠে নামবেন শান্তরা।
ম্যাচটি আবার মাহমুদুল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এই ম্যাচে তাই জয় দিয়েই ভারত সফরের ইতি টানতে চায় নাজমুল হোসেন শান্তর দল। পরিবর্তন আসতে পারে একাদশেও।
ভারতের সফরের শেষ ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। জাকের আলীর জায়গায় অফস্পিনার মাহেদী হাসানকেও দেখা যেতে পারে একাদশে। এছাড়া একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। সূএ: বাংলাদেশ প্রতিদিন