সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, যুবলীগ-ছাত্রলীগকে ধ্বংস করেছেন। সর্বোপরি বাংলাদেশকে ধ্বংস করে পরম প্রিয় ভারতের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। দেশের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় আর কোনো শাসকের নাই।
বুধবার বিকেলে কুমিল্লার টাউনহল মাঠে খেলাফত মজলিস কুমিল্লার গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, আবার যারা শেখ হাসিনা ও ফ্যাসিবাদীকে পুনর্বাসন করার চেষ্টা করবে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। জুলাই-আগস্ট বিপ্লবের দুই হাজার দামাল সন্তানের রক্ত ঝরিয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশ থেকে পাচার করা লাখ লাখ কোটি টাকা ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের এ নেতা বলেন, শেখ হাসিনা বিভাজনের রাজনীতি করতে গিয়ে দেশকে দুই ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ হলো রাজাকার আর একভাগ মুক্তিযোদ্ধা। কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা। যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তারা মুক্তিযোদ্ধা। যারা শেখ হাসিনার বিরাগভাজন তারা রাজাকার। এ রাজাকার-রাজাকার খেলতে গিয়ে দেশের চার কোটি ছাত্র-জনতাকে অপমান করেছিলেন। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদরাসা ও কাওমি মাদরাসার ছাত্ররা ভেদাভেদ ভুলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। স্লোগান তুললো- ‘আমিকে, তুমিকে রাজাকার রাজাকার’। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে।
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।