ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বিএনপির শাসনামলে দেশের কোনো উন্নয়ন হয়নি, তারা জনগণের টাকা হরিলুট করেছে। পাঁচবারের দুর্নীতির চ্যাম্পিয়ন তারই প্রমাণ। কিন্তু গত ১৪ বছরে আওয়ামী লীগ শাসনামলে দেশের অনেক উন্নতি হয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ শেষের দিকে। যা দক্ষিণ এশিয়ায় প্রথম।
তিনি বলেন, দেশের মানুষের স্বপ্নপূরণ হয়েছে। নিজেদের অর্থে পদ্মা সেতু হয়েছে। আনোয়ারায় ৬ লেনের সড়ক হয়েছে। এগুলো এখন স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির ভীত মজবুত হচ্ছে। আওয়ামী লীগ শাসনামল মানেই উন্নয়ন।
আজ (২১ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং বিজ্ঞান ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়ে আপনাদের দায়িত্ব শেষ নয়। আপনার সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে কি-না, কারো খারাপ সঙ্গ পাচ্ছে কি-না, ক্লাস ফাঁকি দিচ্ছে কি-না, বিষয়গুলোর প্রতি আপনাদের নজর দিতে হবে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, চট্টগাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বৈরাগ ইউপি নোয়াব আলী, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহর কান্তি পাল, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশুচন্দ্র দেবনাথ, সাবেক প্রধান শিক্ষক নীহারিন্দ্র বড়ুয়া প্রমুখ।