শাহনাজ পারভীন মিতা:
প্রশান্ত থেকে আটলান্টিকের নীল জল ছুঁয়ে
গাঙচিলের মতন মুক্ত ডানায় নির্ভয়ে,
মাইলের পর মাইল পথ বেড়িয়েছি উড়ে
কখনো উঁচু নীচু পাহাড়ী পথে পথ হারিয়ে,
বয়ে চলা নদী প্রবহমান ঝর্ণা নিশ্চুপ ধরনী
কষ্টের প্রহরে জীবন অরণি।
সবুজে সবুজ মুগ্ধ দুচোখ
সৃষ্টির বিস্ময়ে হৃদয় উন্মুখ,
কখনো প্রেম কখনো বিরহ
মনের গভীরে বাস জতুগৃহ।
সমুদ্রজলের মতই দোলে জোয়ার ভাটায়,
সুখে অসুখে বয়ে চলা জীবনবেলায়।
সূর্যদয়ে ভোরের শিশিরে রাঙা প্রভাত
বা সূর্যাস্তে আটলান্টিকের নীল জলের প্রপাত,
হারিয়ে যাওয়া সূর্যের মতন জীবনের গোলক ধাধায়
নিজেকে হারিয়ে পৃথিবীর শেষ সীমানায়,
তবুও প্রতিদিন নতুন করে বাঁচা
আশা নিরাশার মাঝে শুধুই নিজেকে খোঁজা।
প্রশান্তের ভয়ংকর নিনাদে অরেগন উপকূলে
সেই আমি যাকে হারাই জীবনের প্রতিকূলে,
ফিরে পেতে চাই এই আমাকেই
পড়ন্ত বিকেলে আবীর আভার আলোকেই ।
বুড়িগঙ্গার তীরে জীবন বন্দরে
ফিরে ফিরে আসি জন্ম জন্মান্তরে,
গাঙচিলের মতন মুক্তির ডানায়
পৃথিবীর মাঝে রক্তিম নীলিমায় ।