সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন ওরফে ফতেহ আলি ও মোল্লা মাসুদ সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে জেলা সদরের কালিশংকরপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপণে থাকা ইন্টারপোলের রেড কর্নার নোটিশধারী, বাংলাদেশ সরকার কর্তৃক ১লক্ষ টাকা পুরস্কার ঘোষিত পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন ও আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে কুষ্টিয়া জেলখানা এলাকার বাসিন্দা সাবেক আওয়ামী লীগ এমপি সোহরাব এর পাশের বাড়ি থেকে যৌথবাহিনীর একটি বিশেষ টিম গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।