ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : হাতিরঝিল থানার চাঁদাবাজি মামলার প্রধান আসামি, শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষারের প্রধান সহযোগী মো. হাসান ওরফে প্যান্ডি হাসানকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল গতকাল ১৭ মার্চ রাতে হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হাতিরঝিল থানার চাঁদাবাজি মামলার প্রধান আসামি, শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষারের প্রধান সহযোগী মো. হাসান ওরফে প্যান্ডি হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে সনদ বড়ুয়া বলেন, ভাগ্নে তুষারের গ্রেফতারের পর প্যান্ডি হাসান ওই এলাকায় চাাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। প্যান্ডি হাসানের বিরুদ্ধে হাতিরঝিল থানায় (২১ জানুয়ারি) মামলা হলে তাকে গ্রেফতার করতে র্যাব-৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। মামলার পর থেকে আসামি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকতো বলে জানায়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আরও দুইটি চাঁদাবাজি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।