ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আয়ান (৩) নামে এক শিশু অপহরণের পর ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ মো. আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে শিশু আয়ানকে উদ্ধার করে।
এ দিকে শিশু অপহরণের এ ঘটনা নিয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন তার কার্যালয়ে বসে আজ শনিবার সংবাদ সম্মেলন করে।
তিনি বলেন, গত বৃহস্পতিবার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের পাকিজা নামে এক গৃহবধূ থানায় এসে শিশু অপহরণের একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এর দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু আয়ানকে আমরা নাটোর জেলার লালপুর থানা থেকে উদ্ধার করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, এই শিশু অপহরণের মামলায় আমিনুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাপ্পী নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।