ছবি: সংগৃহীত
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সাধারণ জ্বর হলেও অনেকে ডেঙ্গু ভেবে বেশি ভয় পাচ্ছেন। বিশেষ করে শিশুর জ্বর হলে মা-বাবা বেশি আতঙ্কিত হচ্ছেন। তবে জ্বর হলেই ভীত হবেন না। হতে পারে তা সাধারণ জ্বর। ডেঙ্গু জ্বর হলে তার কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে। জ্বরের লক্ষণ দেখে বুঝতে পারবেন সেটি ডেঙ্গু না কি সাধারণ জ্বর। জ্বর হলে এই লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে দেখুন। ডেঙ্গুর লক্ষণ হলে সতর্ক হোন, বিশেষজ্ঞের পরামর্শ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিন-
ডেঙ্গুর সাধারণত দুই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে সাধারণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে জ্বর, মাথা ব্যথা, চোখ ব্যথা, গায়ে লাল র্যাশ, বমি। সেইসঙ্গে পুরো শরীরে প্রচণ্ড ব্যথা থাকতে পারে। শিশুর জ্বর হলে এ ধরনের লক্ষণ দেখা দিলে সতর্ক হোন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডেঙ্গু যদি বাড়াবাড়ি পর্যায়ে যায় তাহলে আরও কিছু উপসর্গ ফুটে উঠতে পারে। তার মধ্যে রয়েছে প্রস্রাব কমে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, প্রচণ্ড পেটে ব্যথা, কালো পায়খানা, অনবরত বমি, ঘুম ঘুম ভাব, অতিরিক্ত পানির তৃষ্ণা ইত্যাদি। এ ধরনের লক্ষণ দেখা দিলে রোগীকে বাড়িতে রাখবেন না। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
সাধারণত ডেঙ্গু হলে আক্রান্ত ব্যক্তির প্রেশার কমে যায়। তাই জ্বরে আক্রান্ত ব্যক্তির যদি হঠাৎই রক্তচাপ হঠাৎ কমে যায়, তবে সতর্ক হোন। রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে।
অনেক সময় শিশুদের ক্ষেত্রে প্রেশার ঠিকভাবে মাপা যায় না। তাই তাদের ক্ষেত্রে অন্য লক্ষণগুলো দেখেই সতর্ক হওয়া হবেন। এ সময় বেশি বেশি তরল খাবার খাওয়াবেন। আখের রস, ডাবের পানি, স্বাস্থ্যকর স্যুপ, ফলের রস ইত্যাদি শিশুকে খেতে দিন। সূএ : ঢাকা পোস্ট ডটকম