ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে বায়রুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখ ও মাথায় কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাকে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার বিকালে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বায়রুল মিয়ার বাড়ি গোমস্তাডুর উপজেলার সন্তোষপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার একটি গ্রামে বাইরুল জমি চাষ করেন। শনিবার জমি দেখতে গিয়ে ওই শিশুকে একা পেয়ে তাকে কাছে ডেকে মোবাইল ফোনে থাকা অশ্লীল ভিডিও দেখান। তিনি শিশুটিকে যৌন হয়রানি করেন। এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে ফেলে এবং তাকে আটক করে।
পরে তাকে জুতার মালা পরিয়ে এবং মুখ ও মাথায় কালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। স্থানীয় গ্রাম পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটার বয়স ৮-৯ বছর হবে। সে বাড়ির বারান্দায় একা ছিল। বায়রুল জমি দেখতে এসে তার কাছে যায়। এরপর তাকে মোবাইলে খারাপ ভিডিও দেখায় এবং গায়ে হাত দেয়। এলাকার একটা ছেলে এ দৃশ্য দেখে সবাইকে জানালে তাকে ধরা হয়।
তিনি আরও বলেন, বায়রুলকে ধরার পর আমাকে ডাকা হয়। কিন্তু আমি যাওয়ার আগেই বায়রুলের মাথায় ও মুখে কালি মাখানো এবং জুতার মালা পরানো হয় এবং গণপিটুনি দিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। পরে তাকে ইউপি কার্যালয় এনে রাখা হয় এবং রাতে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, শিশুটিকে যৌন হয়রানির বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বায়রুল স্বীকার করেছেন এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।