সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাকিল মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গ্রেফতার শাকিল মিয়া উপজেলার বাসুদেপপুরের ভবানিপুর এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (৩ আগস্ট) সকালে যৌথ বাহিনী সূত্র এসব তথ্য জানান।
যৌথ বাহিনী সূত্র জানায়, গত শনিবার বিকাল ৩টার দিকে অভিযুক্ত শাকিল মিয়া একই গ্রামের ছয় বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়দের অভিযোগ ও সার্বিক সহযোগিতায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওইদিন দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাসুদেবপুরের ভবানিপুর এলাকা থেকে অভিযুক্ত শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়।
সূত্র আরও জানায়, অভিযুক্ত শকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। সেনাবাহিনীকে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, গ্রেফতার শাকিলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রবিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।