মূলঃ মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ রুমী
তোমার আলোয় আমি ভালোবাসা শিখি।
তোমার সৌন্দর্যে আমি কবিতা লিখতে শিখি।
আমার বুকের মধ্যখানে তুমি নৃত্য করো,
সেখানে কেউ তোমাকে দেখতে পায় না,
কেবল আমিই তোমাকে দেখতে পাই মাঝেসাঝে,
তারপর আমার দেখাই এই শিল্প হয়ে ওঠে।
Facebook Comments Box