ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরারের সঙ্গে আলোচনায় বসেছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় বৈঠক চলছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি রিফাত হোসেন। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ১৬ সদস্যের প্রতিনিধিদল সভায় বসেছেন। সভা শেষে সচিবায়লে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
ছয় দফা দাবিতে বুধবার রাজধানীর সাতরাস্তা এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানীর অন্যতম প্রধান সড়ক তেজগাঁও এলাকায় দিনভর অবরোধে ভয়াবহ যানজটে ভুগতে হয় নগরবাসীকে। পরে সন্ধ্যায় বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। আজ রেলপথ অবরোধ কর্মসূচিতে যাওয়ার আগেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষার্থীরা।