ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের প্রথম পছন্দ কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৭ মার্চ) সকালে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি বলেন, আসন বিন্যাসের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি। ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করি। সেখানে সিদ্ধান্ত হয় যে, আসন্ন ভর্তি পরীক্ষায় ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে।
তিনি আরও বলেন, প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের পরীক্ষা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।