ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে শাহাদাৎ হত্যা মামলায় জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুল (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-০২।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তরের মিডিয়া বিভাগ।
র্যাব জানিয়েছে, মোহাম্মদপুরে শাহাদাৎ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই হত্যা মামলার প্রধান আসামি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
গত ১৭ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে কাটাসুরের গ্রীন ভিউ হাউজিং এলাকায় বাসায় ঢুকে শাহাদাত হোসেন (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। এসময় আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় তার পরিবার একটি মামলা করে। এরপর পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল। সর্বশেষ প্রধান আসামিকে গ্রেফতার করা হলো।