শাহবাগে মশাল মিছিল করে বিএনপির চাঁদাবাজদের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এবং সারা দেশে রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

শনিবার সন্ধ্যা ৭টায় সংগঠনটি রাজধানীর শাহবাগ মোড়ে এক মশাল মিছিলের আয়োজন করে এবং বিক্ষোভ থেকে সংগঠনটি বিএনপির বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসে’ যুক্ত থাকার অভিযোগ তুলে হুঁশিয়ারি উচ্চারণ করে। একইসাথে, সারা দেশের ছাত্রসমাজ, নাগরিক সমাজ ও প্রগতিশীল শক্তিকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে রাজপথে নামার আহ্বান জানানো হয়।

 

মশাল মিছিলে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির পশ্চাদ্‌গামী ধারারই অংশ, যেখানে ছাত্ররাজনীতিকে চাঁদাবাজি ও খুনের পৃষ্ঠপোষক বানানো হয়েছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে দিতে চাই- ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে যারা সন্ত্রাসে মদদ দেয়, তাদেরও প্রতিরোধ করা হবে।

 

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়েছে, এদেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। আজ সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে- দলের মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে। ছাত্রসমাজকে এ সংগ্রামে সম্মিলিত হতে হবে।

 

বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনটির সদস্যরা অংশ নেন।

 

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী চাঁদ মিয়াকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপিপন্থি ছাত্রদলের একাধিক কর্মীর নাম উঠে আসে। এতে সারাদেশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নিজ ঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

» পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

» রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার

» গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু

» ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

» প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ

» এনআইডি সংশোধন আবেদন বাতিল হওয়াদের ফের সুযোগ

» একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু

» ২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে পুলিশ

» প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক আজ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহবাগে মশাল মিছিল করে বিএনপির চাঁদাবাজদের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এবং সারা দেশে রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

শনিবার সন্ধ্যা ৭টায় সংগঠনটি রাজধানীর শাহবাগ মোড়ে এক মশাল মিছিলের আয়োজন করে এবং বিক্ষোভ থেকে সংগঠনটি বিএনপির বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসে’ যুক্ত থাকার অভিযোগ তুলে হুঁশিয়ারি উচ্চারণ করে। একইসাথে, সারা দেশের ছাত্রসমাজ, নাগরিক সমাজ ও প্রগতিশীল শক্তিকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে রাজপথে নামার আহ্বান জানানো হয়।

 

মশাল মিছিলে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির পশ্চাদ্‌গামী ধারারই অংশ, যেখানে ছাত্ররাজনীতিকে চাঁদাবাজি ও খুনের পৃষ্ঠপোষক বানানো হয়েছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে দিতে চাই- ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে যারা সন্ত্রাসে মদদ দেয়, তাদেরও প্রতিরোধ করা হবে।

 

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়েছে, এদেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। আজ সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে- দলের মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে। ছাত্রসমাজকে এ সংগ্রামে সম্মিলিত হতে হবে।

 

বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনটির সদস্যরা অংশ নেন।

 

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী চাঁদ মিয়াকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপিপন্থি ছাত্রদলের একাধিক কর্মীর নাম উঠে আসে। এতে সারাদেশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com