ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৮৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।এগুলো ওজনে ১০ কেজি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা।
সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১০ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।
রোববার সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঐ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ঢাকায় অবতরণ করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আবদুর রউফের কাছে তথ্য ছিল, শারজা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সোনা পাচার হচ্ছে। পরে ফ্লাইটি অবতরণের পর ডিজির নির্দেশে বিমানে অভিযান চালিয়ে কারগো হোল থেকে ৮৮টি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০ কেজি।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান আব্দুল মান্নান।