ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কীভাবে ঘাস খেতে হয় সেটি দুটি প্রাপ্তবয়স্ক হাতির কাছ থেকে শেখছে একটি শাবক- এমনই একটি হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন, প্রাণীজগতে হাতির শাবকের মতো এত আদরণীয় হয়ত খুব কম প্রাণীই হতে পারে!
অবশ্য এটি সত্যি যে, হাতি দর্শকদের বিস্মিত করে থাকে তাদের মনোমুগ্ধকর আচরণে। দুটি প্রাপ্তবয়স্ক হাতির কাছ থেকে একটি শাবক ঘাস খাওয়া শেখছে, নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করছে অবিশ্বাস্যরকম এই ভিডিওটিও।
ভারতের অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে- দুটি প্রাপ্তবয়স্ক হাতির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি শাবক। মনে হচ্ছে- খাদ্যের সন্ধানে কোথাও ছুটছে তারা। তারপর দেখা যাচ্ছে, দুটি বড় হাতি শুঁড় দিয়ে আলতো করে ঘাস টেনে তুলছে আর শাবকটি মনোযোগ সহকারে যা দেখছে এবং তাদের কর্মকাণ্ড অনুকরণ করতে চেষ্টাও করছে! অবশ্যই এটি একটি দারূণ ভিডিওটি যা প্রাণীদের মধ্যেও পারিবারিক বন্ধনকে তুলে ধরছে। আর ভিডিওটিও দ্রুত ভাইরালও হয়ে গেছে, যা ২১,০০০ বার ভিউ হয়েছে ইতিমধ্যে। ভিডিওটি দেখে হাতির কোমল স্বভাবের প্রশংসা করে হৃদয়গ্রাহী মন্তব্যও করছে দর্শকরা।সূত্র: হিন্দুস্তান টাইমস।