ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বিচার দাবিতে সোমবার (৫ মে) সারা দেশের সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটি বলছে, এ কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির দেশবাসী ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চায়, যাতে ৫ মে’র রাতে সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।
দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, ছাত্রশিবির মনে করে এ হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় নিষ্ঠুরতার এক জঘন্য দৃষ্টান্ত, যা এখনো বিচারহীনতার গ্লানিময় নজির হয়ে আছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদদের স্মরণ এবং জাতিকে সচেতন করতেই আগামী ৫ মে সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।