চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ব্রেক গিয়ার ভেঙে যাওয়ায় স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের বহন করা ক্যাম্পাসগামী এই শাটল বালুছড়া আসার পর এ দুর্ঘটনা ঘটে। এই ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। কিন্তু শাটলের সূচির বিপর্যয়ের কারণে পরীক্ষা শুরু হয় ১১টা ১৫ মিনিটে।
পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে দেখে অনেকেই ভিন্ন পথ রওনা দেন ক্যাম্পাসে।
এদিকে শাটল ট্রেন বিকলের কারণে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানিয়ে পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।