শাহনাজ পারভীন মিতা:
বঙ্গোপসাগর হতে মেঘ ছন্দ নুপুরে
উড়ে উড়ে আসছে আমার উষ্ণ শহরে,
বইবে শীতল ধারায় কৃষ্ণচূড়া ফুল ছৃঁয়ে
প্রেম হয়ে জড়াবে দৃষ্টির মায়া হয়ে।
সেই ধারায় মায়ায় ভেসে যাবো আমি
গহন মনে প্রেমের অনুভব বৃষ্টির মেঘ তুমি,
কত আকুলতা চুপিচুপি এই মরুপ্রান্তরে
অসীম তৃষ্ণা অঝর প্রেম মন প্রাণ জুড়ে ।
ইটকাঠের অট্টালিকা জুড়ে জলের হাহাকার
মেঘবালিকা নৃত্য গীতে ভিজিয়ে একাকার ,
এসো জলদ মেঘ তুমি শহরের উষ্ণতা ছুঁয়ে
ভিজিয়ে প্রাণ গাইবে গান ছন্দের বৃষ্টি হয়ে ।
মেঘ তুমি উড়ে এসো প্রেমহীন এই শহরে
মন চঞ্চল আঁখি টলমল সেই বৃষ্টি প্রহরে।