শর্ত সাপেক্ষে অমর একুশে বইমেলা ‘১৫-২৮ ফেব্রুয়ারি’

শর্ত সাপেক্ষে আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা। এ জন্য বইমেলা অনুষ্ঠানকারীদের করোনা টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি। রবিবার একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জনানো হয়।

 

সোমবার (৩১ জানুয়ারি) চিঠির ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, অমর একুশে বইমেলা নিয়ে আগের সিদ্ধান্ত অনুসরণ করে কাজ করছি। সরকার থেকে নতুন করে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলা স্থায়ী যে সিদ্ধান্ত আগেই হয়েছিল, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। তখন কিছু শর্তের মধ্যে ছিল বইমেলায় অংশগ্রহণকারী সবার ভ্যাকসিন সনদ নিশ্চিত করতে হবে। আমরা প্রকাশকদের ভ্যাকসিন নেয়ার বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন বুথ বসানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরেও চিঠি দিয়েছি। তবে বইমেলার তারিখ চূড়ান্ত হয়নি।’

বাংলা একাডেমির চিঠিতে বলা হয়েছে, ‘বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহ পর্যন্ত ‘অমর একুশে বই মেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে শর্ত মোতাবেক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।’

 

এ চিঠিতে আরো বলা হয়, ‘বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো’।

 

বাতিঘর এর স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ সোমবার সন্ধ্যায় বলেন, ‘প্রকাশক সমিতির মাধ্যমে আমি চিঠিটি পেয়েছি। সেখানে ১৫-২৮ ফেব্রুয়ারি মেলা আয়োজনের প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে। আবার পরিচিত কয়েকজনের কাছে জেনেছি, সেটি নাকি চূড়ান্ত তারিখ নয়। মেলা কবে শুরু হবে, সেটা স্পষ্ট করা উচিত। প্রকাশকদের প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। হুট করে বললেই তো মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নেয়া যায় না।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

» সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

» অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী

» আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল

» শান্তি ও সম্প্রীতির কল্যাণময় সমাজ গঠনই ছিলো গৌতম বুদ্ধের প্রচেষ্টা: জিএম কাদের

» আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে কোনও আপস হবে না: নুরুল হক নুর

» রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

» খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা

» সারা দেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

» সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শর্ত সাপেক্ষে অমর একুশে বইমেলা ‘১৫-২৮ ফেব্রুয়ারি’

শর্ত সাপেক্ষে আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা। এ জন্য বইমেলা অনুষ্ঠানকারীদের করোনা টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি। রবিবার একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জনানো হয়।

 

সোমবার (৩১ জানুয়ারি) চিঠির ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, অমর একুশে বইমেলা নিয়ে আগের সিদ্ধান্ত অনুসরণ করে কাজ করছি। সরকার থেকে নতুন করে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলা স্থায়ী যে সিদ্ধান্ত আগেই হয়েছিল, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। তখন কিছু শর্তের মধ্যে ছিল বইমেলায় অংশগ্রহণকারী সবার ভ্যাকসিন সনদ নিশ্চিত করতে হবে। আমরা প্রকাশকদের ভ্যাকসিন নেয়ার বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন বুথ বসানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরেও চিঠি দিয়েছি। তবে বইমেলার তারিখ চূড়ান্ত হয়নি।’

বাংলা একাডেমির চিঠিতে বলা হয়েছে, ‘বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহ পর্যন্ত ‘অমর একুশে বই মেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে শর্ত মোতাবেক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।’

 

এ চিঠিতে আরো বলা হয়, ‘বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো’।

 

বাতিঘর এর স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ সোমবার সন্ধ্যায় বলেন, ‘প্রকাশক সমিতির মাধ্যমে আমি চিঠিটি পেয়েছি। সেখানে ১৫-২৮ ফেব্রুয়ারি মেলা আয়োজনের প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে। আবার পরিচিত কয়েকজনের কাছে জেনেছি, সেটি নাকি চূড়ান্ত তারিখ নয়। মেলা কবে শুরু হবে, সেটা স্পষ্ট করা উচিত। প্রকাশকদের প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। হুট করে বললেই তো মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নেয়া যায় না।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com