শাহরুখ খান ও অক্ষয় কুমার বলিউড তারকা হয়েও যেন দুই মেরুর বাসিন্দা তারা। অক্ষয় সব কাজ করেন ঘড়ি ধরে। অন্যদিকে শাহরুখ অতটা ঘড়ি মুখো নন। তাই নিয়ম মেনে চলা অক্ষয়ের সঙ্গে বলিউড বাদশাহর বনেই না। শাহরুখ নিজেই জানিয়েছিলেন এ কথা। বলেছিলেন, ‘এই ঘড়ি মুখো লোকের সঙ্গে কাজ করা আমার সম্ভব না’।
এজন্যই হয়ত পর্দায় একসঙ্গে দেখা যায় না তাদের। তবে এবার এক হতে চলেছেন এই দুই তারকা। যদিও এক সিনেমায় দেখা যাবে না তাদের। দুজনে আসছেন দুই সিনেমা নিয়ে।
অক্ষয়ের সিনেমার নাম ‘বরে মিয়া ছোটে মিয়া’। অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রে অক্ষয়ের সঙ্গে থাকছেন হালের তারকা টাইগার শ্রফ। একই সময়ে শাহরুখ নিয়ে আসছেন ‘ডানকি’ নামের একটি সিনেমা নিয়ে । বিগ বাজেটের ‘বরে মিয়া ছোট মিয়া’র মতো ‘ডানকি’ও বিগ বাজেটের। মূল খবর হচ্ছে, সিনেমা দুটি মুক্তি পাবে একই সময়ে।
এমন খবরে অবাক দুই তারকার অনুরাগীরা। বি-টাউনও বসে আছে চমকের অপেক্ষায়। সবাই ধরে নিয়েছেন দুই তারকার লড়াই জমবে ‘বাঘ-সিংহে’র মতো। তা দেখতে মুখিয়ে আছেন সবাই।
তবে এই লড়াই দেখতে অপেক্ষা করতে হবে আরও এক বছর। কারণ চলচ্চিত্র দুটি মুক্তি পাবে ২০২৩ সালের বড়দিনে। সবাই ভাবছেন আসছে বড়দিনটা দুই সুপারস্টারের লড়াইয়ে বেশ জমে উঠবে।
দীর্ঘ করোনাকালে বন্ধ ছিল সিনেমার কাজ। তাই বেকার বসেছিলেন বলিউড তারকারা। অতিমারির প্রকোপ কমতেই বি-টাউনের তারকারা ঝাপিয়ে পড়েছেন নতুন সিনেমার কাজে। যে যার মতো যুক্ত হচ্ছেন নতুন ছবিতে। সেই মিছিলে নাম লেখাতেই দুই তারকাকে আসতে হচ্ছে মুখোমুখি টক্করে।