কলাম লেখক, আবু মুসা মোহন:-বর্তমান সময়ে শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরছে।
রাস্তার বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থা, বিদ্যুৎ কিংবা পানির সংকট—সব কিছুই জনগণ নিজেদের মতো করে প্রকাশ করতে পাড়ে।
জনগণের ভাষায় বলা হচ্ছে, “লেখালেখি করতে সাংবাদিক হওয়া লাগে না, মানুষ যদি নিজের এলাকার সমস্যা তুলে ধরে, প্রশাসনের উচিত তা গুরুত্ব সহকারে দেখা।
সচেতন মহল মনে করে, জনগণের এই লেখালেখি বা অভিযোগ প্রশাসনের চোখ খুলে দেওয়ার অন্যতম উপায়।
তাদের মতে, সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের কণ্ঠকেও গুরুত্ব দিয়ে শোনা উচিত।
কারণ, অনেক সময় সাংবাদিকরা সবখানে পৌঁছাতে না পারলেও স্থানীয় মানুষ নিজের এলাকার সমস্যাগুলো সরাসরি তুলে ধরতে পারে।
ফলে সমস্যাগুলো দ্রুত প্রকাশ পায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।
তবে এর নেতিবাচক দিকও রয়েছে। অনেক ক্ষেত্রে ভুয়া তথ্য বা ব্যক্তিগত স্বার্থ থেকে মিথ্যা অভিযোগ প্রচার করা হয়।
এতে প্রশাসন বিভ্রান্ত হতে পারে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার হতে পারে।
তাই জনগণের লেখালেখি যাচাই-বাছাই করে দেখা প্রশাসনের দায়িত্ব।
বিশেষজ্ঞরা মনে করেন, জনগণের কণ্ঠকে অবহেলা না করে প্রশাসনের উচিত তা গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুত পদক্ষেপ নেওয়া।
এছাড়া স্থানীয় সমস্যার সমাধানে জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি করা সময়ের দাবি।
উপসংহারে বলা যায়, সাংবাদিকদের পাশাপাশি জনগণের কণ্ঠও এখন সমানভাবে গুরুত্বপূর্ণ।
জনগণের লেখালেখি ও অভিযোগকে সম্মান জানালেই প্রশাসনের কাজ সহজ হবে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।