ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : যা কিছু হোক নুরকে যে মারা হয়েছে এটা কিন্তু মেরে ফেলার জন্যই মারা। এইভাবে কেউ কোনো চোরকেও মারে না, ডাকাতকেও মারে না। যেভাবে একজন রাজনৈতিক নেতাকে মারা হয়েছে, এর জন্য আমি দুষবো সরকার প্রধানকে। সরকার প্রধান কি আমার মতো আপনার মতো বিবৃতি দিয়ে খালাস পেতে পারে? ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়ে সরকার খালাস পেতে পারে না, কারণ সরকারের অধীনে যারা চাকরি করেন তারাই এই কাজটা করেছেন।
তাহলে সরকার এখন পর্যন্ত কেন চুপ করে আছে? সরকার কেন বিবৃতি দিয়ে খালাস হয়ে যাচ্ছে? সরকার যদি তাদের সঙ্গে না পারে, সেটা বলুক। আমার কথা, যদি দেশে সরকার থাকে, তাহলে আমি সরকারকেই তো বলব। একটি টকশো অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের লাঠিপেটায় আহত হওয়ার ঘটনাটি নিয়ে নিলোফার মনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার কী করেছে? সরকার কী বলছে? সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে।
আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হলে একজন রাজনৈতিক নেতা কি এইভাবে মার খায়? এটা কি কিছুটা অবনতি? অথবা এ ঘটনার এক দুই সপ্তাহ পরে কি একটা লাশকে এভাবে পুড়িয়ে ফেলা যায়? শুধু তাই না, জানান দিয়ে তুলেছে লাশ। আল্টিমেটাম দিয়েছিল বৃহস্পতিবার পর্যন্ত। রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে আগুন দেওয়ার ঘটনাটি নিয়ে নিলোফার মনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত যখন আল্টিমেটাম দেওয়া হয়, তখন আপনার প্রশাসন এখানে দায় নিতে বাধ্য। প্রশাসন কী করেছে? ওদের নিয়ে বসেছিল? এতো বড় দুর্ঘটনা ঘটানোর আগে যে তারা আল্টিমেটাম দিয়েছিল, তা নিয়ে প্রশাসন কি কোনো কাজ করেছিল? এই আমলারা, ডিসি, এসপি বা ইউএনও তারা তো কাছেই থাকে।
তারা কি দুই তিন হাজার মাইল দূরে থাকে? তাহলে তারা সম্পূর্ণ ঘটনা শেষ হওয়ার আগে এসে কেনো কিছু করল না? একটা মানুষ মারা গেল। কত মানুষ আহত হলো?
তিনি আরো বলেন, এই একই অবস্থা। নুরের ঘটনাকে যেভাবে দেখবেন, ঠিক একই অবস্থা হয়েছে এই রাজবাড়ির ঘটনাটাতেও। এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা বলে মনে হয় না। এগুলোকে আমি বলব কোনো বড় রোগের উপসর্গ।
বড় রোগ হলেই কিন্তু একটা মানুষের জন্ডিস হয়। বড় রোগ হলেই কিন্তু একটা মানুষের খুব বেশি মাত্রায় জ্বর হয়, এটা কোনো অসুখ না, এটা উপসর্গ। এই উপসর্গগুলো দেখার পরে সরকার যদি বলে কিছুটা অবনতি হয়েছে, তাহলে কী হলো? যেইখানে সরকার নির্বাচনের জন্য সমস্ত ব্যবস্থা করছে। সব দল নির্বাচনমুখী হয়ে গেছে, সেইখানে এরকম ঘটনা ঘটেছে, যেটা অতীতে কখনই ঘটে নাই।
তিনি বলেন, একটা লাশকে ১০-১২ দিন পরে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা, এটা অতীতে কখনোই ঘটে নাই। আবার অতীতে এটাও ঘটে নাই যে, নুরের মতো একটা ছেলে, যে কি না রাজনীতির শীর্ষে আছে, হতে পারে তার দল ছোট, কিন্তু তিনি তো শীর্ষ নেতা। আমরা অনেক লোমহর্ষক গল্প শুনেছি, হত্যার কথা শুনেছি, গুলি করার কথা শুনেছি, পা ঠেকিয়ে গুলি করেছে, বুকে ঠেকিয়ে গুলি করেছে। কিন্তু এইভাবে মারাটা কিন্তু এই প্রথম।
অনুষ্ঠানে সঞ্চালক মনিকে প্রশ্ন করেন, আপনি বলছেন হত্যার জন্য নুরকে মারা হয়েছে? উত্তরে নিলোফার মনি বলেন, নুরকে হত্যা হোক বা কি হোক, যা ইচ্ছা তাই হোক, ওটা তাদের ব্রেনের মধ্যেই ছিল না। মারাটার অর্থ ছিল, যা খুশি তাই হোক, তোকে পেটাবো। একটা ইস্যু বের করতে হবে। এটা একটা ইস্যু ছাড়া আর কিছুই না। নুর আরো অপরাধ যদি করেও থাকে, তাকে এইভাবে পেটানোর কথা না।