আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সাংসদ মোতাহার হোসেন এমপি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবিন্দু ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূল্যক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের আয়োজনে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ারা হোসেন দুলুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড.সফুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ অন্যান্যরা ।
হাতীবান্ধা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, একটি ইউনিয়ন পরিষদে যতজন সদস্য রয়েছে তারা সবাই সরকারি সুযোগ সুবিধা ভাগ করে নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতীবান্ধা উপজেলার অনেক উন্নয়ন করেছে তাই সামনে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককের কাজ করে আবারও উন্নয়ন করার সুযোগ দিতে হবে৷
তিনি আরও বলেন, একমাত্র ইউনিয়ন পরিষদই পারে ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক মানুষের সেবা করতে। তাই সাধারণ মানুষের কথা শুনতে হবে, তাদের সুখে দূঃখে তাদের পাশে থাকতে হবে ৷ সব সময় মানুষের মঙ্গল এবং এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে৷
অনুষ্টানে ইউপি চেয়ারম্যান, সদস্য, ও মহিলা সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবিন্দু উপস্থিত ছিলেন।
Facebook Comments Box