নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরকার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২২ আগষ্ট) ভোর সাড়ে ছয় টায় উপজেলার চকনাজিরপুর (দিয়াড়পাড়া) নিজ বাস ভবনে তাঁর মৃত্যু হয়। পরে বিকেল সাড়ে তিনটায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের উপস্থিতিতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কর্ম জীবনে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ এর হিসাব রক্ষক হিসেবে সুনামের দায়িত্ব পালন করছেন। বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Facebook Comments Box