সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ‘ইউটিউব’ লাইভ স্ট্রিমিংয়ের ন্যূনতম বয়সসীমা ১৬ বছরে উন্নীত করছে। আগামী ২২ জুলাই থেকে একাকী লাইভ করতে হলে এ বয়সসীমা পূরণ করতে হবে। সম্প্রতি ইউটিউবের সহায়তা পৃষ্ঠায় এ তথ্য জানানো হয়েছে। আগে ১৩ বছরের কম বয়সিদের লাইভ করতে হলে ক্যামেরার সামনে প্রাপ্ত বয়স্কের উপস্থিতি বাধ্যতামূলক ছিল।
নতুন নিয়মে এ শর্ত এখন ১৩-১৫ বছর বয়সিদের জন্যও প্রযোজ্য হবে। অর্থাৎ ১৬ বছরের নিচে কেউ লাইভ করতে চাইলে অবশ্যই ক্যামেরার সামনে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। ইউটিউব জানায়, নিয়ম ভঙ্গকারীদের লাইভ চ্যাটসহ কিছু ফিচার সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। নিয়ম না মানলে চ্যানেল নিষ্ক্রিয় করার কথাও উল্লেখ করেছে তারা। কেউ একাধিক চ্যানেল ব্যবহার করে নিয়ম এড়ানোর চেষ্টা করলে সেটিও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
ইউটিউব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিয়ম পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ক্রিয়েটরদের তাদের স্ট্রিম সরিয়ে দেওয়া হলে ইমেইলের মাধ্যমে জানানো হবে।