লন্ডনে বিজিএসের বর্ষপূর্তি উদযাপন

লন্ডনে বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটির (বিজিএস) বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সম্প্রতি সুইন্ডনের লিডিয়ার্ড পার্কে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভবিষ্যত প্রজন্মের কাছে সবুজ-শ্যামল দেশ তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছে বিজিএস। বিদেশের মাটিতে দেশি শাক-সবজি, ফলমূল ও বাগান তৈরিতে দুই বছর ধরে কাজ করছে সংগঠনটি।

প্রবাসীরা জানান, বিজিএসের উদ্যোগে লন্ডনের মাটিতে উৎপাদন হচ্ছে দেশি লাউ, কুমড়া, শশা, চিচিঙ্গা, ঢেড়স, লাল শাক, ডাটা শাক, সরিষা শাক, বেলি ফুল, গন্ধরাজ, হাস্নাহেনা ও কামিনীসহ নানা বাংলাদেশি গাছ।

 

বিদেশের মাটিতে বাগান তৈরি করতে মানুষকে উৎসাহিত করেছে সংগঠনটি। বিজিএসের কয়েকজন নিঃস্বার্থ নিবেদিত কর্মীর পরিশ্রম ও ভালোবাসায় দিন দিন তাদের সদস্য সংখ্যা বেড়ে চলেছে। বর্তমানে বিজিএসের সদস্য সংখ্যা ৮ হাজার ৫২৯ জন।

 

বিজিএসের সদস্যরা প্রবাসী বাংলাদেশিদের নিজের বাড়িতে একটি হলেও দেশি গাছ লাগাতে উৎসাহ দিচ্ছে। বর্ষপূর্তির অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা জমায়েত হন। উপভোগ করেন চমৎকার একটি মুহূর্ত। এ যেন এক টুকরো বাংলাদেশ।

 

অনুষ্ঠানে বাংলা গানে মঞ্চ মাতিয়ে তোলেন প্রবাসী শিল্পীরা। এ সময় ঘরে বানানো পিঠা, হালুয়া, দেশি রসগোল্লা, চিকেন বারবিকিউ, ল্যাম বিরিয়ানি, ড্রিঙ্কসসহ নানান দেশি খাবারের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়। ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ছিল লাউ ধরে থাকা একটা লাউ গাছ। র্যাফেলের সব টাকা জমা হয়েছে গ্রিন শেল্টার নামে ‘বিজিএসের চ্যারিটি ফান্ডে’।

বিদেশের বেড়ে ওঠা ভবিষ্যত প্রজন্মের কাছে দেশীয় সবুজের পরিচয় জানান দিতে মূলত সংগঠনটির যাত্রা। বিজিএসের সদস্যদের বাড়ির বাগানে জন্মানো গাছ দেখে এখন অনেক ব্রিটিশ প্রতিবেশীরাও জানে বাংলাদেশের লাউ, করলা, কিংবা সন্ধ্যা মালতির নাম।

সবুজের সঙ্গে বিজিএসের এই সখ্যতা দিন দিন আরও গাঢ় হোক, এমনটাই প্রত্যাশা করছে প্রবাসী বাংলাদেশিরা।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লন্ডনে বিজিএসের বর্ষপূর্তি উদযাপন

লন্ডনে বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটির (বিজিএস) বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সম্প্রতি সুইন্ডনের লিডিয়ার্ড পার্কে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভবিষ্যত প্রজন্মের কাছে সবুজ-শ্যামল দেশ তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছে বিজিএস। বিদেশের মাটিতে দেশি শাক-সবজি, ফলমূল ও বাগান তৈরিতে দুই বছর ধরে কাজ করছে সংগঠনটি।

প্রবাসীরা জানান, বিজিএসের উদ্যোগে লন্ডনের মাটিতে উৎপাদন হচ্ছে দেশি লাউ, কুমড়া, শশা, চিচিঙ্গা, ঢেড়স, লাল শাক, ডাটা শাক, সরিষা শাক, বেলি ফুল, গন্ধরাজ, হাস্নাহেনা ও কামিনীসহ নানা বাংলাদেশি গাছ।

 

বিদেশের মাটিতে বাগান তৈরি করতে মানুষকে উৎসাহিত করেছে সংগঠনটি। বিজিএসের কয়েকজন নিঃস্বার্থ নিবেদিত কর্মীর পরিশ্রম ও ভালোবাসায় দিন দিন তাদের সদস্য সংখ্যা বেড়ে চলেছে। বর্তমানে বিজিএসের সদস্য সংখ্যা ৮ হাজার ৫২৯ জন।

 

বিজিএসের সদস্যরা প্রবাসী বাংলাদেশিদের নিজের বাড়িতে একটি হলেও দেশি গাছ লাগাতে উৎসাহ দিচ্ছে। বর্ষপূর্তির অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা জমায়েত হন। উপভোগ করেন চমৎকার একটি মুহূর্ত। এ যেন এক টুকরো বাংলাদেশ।

 

অনুষ্ঠানে বাংলা গানে মঞ্চ মাতিয়ে তোলেন প্রবাসী শিল্পীরা। এ সময় ঘরে বানানো পিঠা, হালুয়া, দেশি রসগোল্লা, চিকেন বারবিকিউ, ল্যাম বিরিয়ানি, ড্রিঙ্কসসহ নানান দেশি খাবারের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়। ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ছিল লাউ ধরে থাকা একটা লাউ গাছ। র্যাফেলের সব টাকা জমা হয়েছে গ্রিন শেল্টার নামে ‘বিজিএসের চ্যারিটি ফান্ডে’।

বিদেশের বেড়ে ওঠা ভবিষ্যত প্রজন্মের কাছে দেশীয় সবুজের পরিচয় জানান দিতে মূলত সংগঠনটির যাত্রা। বিজিএসের সদস্যদের বাড়ির বাগানে জন্মানো গাছ দেখে এখন অনেক ব্রিটিশ প্রতিবেশীরাও জানে বাংলাদেশের লাউ, করলা, কিংবা সন্ধ্যা মালতির নাম।

সবুজের সঙ্গে বিজিএসের এই সখ্যতা দিন দিন আরও গাঢ় হোক, এমনটাই প্রত্যাশা করছে প্রবাসী বাংলাদেশিরা।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com