অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
মঙ্গলবার (২৯জুলাই) বিকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন -‘বিদ্যালয়ের আঙ্গিনায় যেনো আমরা ফুল-ফল গাছ রোপণ করি। তিনি আরো বলেন, প্রাণ প্রকৃতি ও পরিবেশ এক সূত্রে গাঁথা। এই তিনটির অস্তিত্ব যদি না থাকতো পৃথিবী নামক কোনো গ্রহই টিকে থাকতে পারতো না। আর পৃথিবী না থাকলে আমরাই বা কিভাবে বসবাস করতাম। কাজেই আমরা সবাই মিলে পরিবেশের সাথে যুক্ত রয়েছি। প্রকৃতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসার এই বীজটি শৈশবেই শিশুদের মধ্যে রোপন করে দিতে হবে। এটি একসময় মহীরুহে পরিণত হবে এবং তারা দেশকে ভালবাসতে শিখবে, দেশের মানুষকে ভালবাসতে শিখবে, পরিবেশকে ভালোবাসতে শিখবে।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদসহ জেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক -শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box