শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সেনাবাহিনীর (অব:) কর্ণেল মজিদের বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ ওই তিন যুবককে আটক করা হয়।
আটক যুবকরা হলেন, কর্নেল মজিদের ভাতিজা ও মনির হোসেনের ছেলে আহমেদ আল মারুফ প্রকাশ রবিন (৩৪), তার ভাই আহমেদ আল আকাশ ও পৌর শহরের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ (২৪)।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে (অবঃ) কর্ণেল মজিদের বাসবভনে অভিযান চালানো হয়। এসময় প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র , মাদক ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাক্তন সেনা কর্মকর্তা কর্ণেলের মজিদের পরিবারের সদস্যরা দেশের বাহিরে থাকায় ওই বিলাশ বহুল বাড়ির কেয়ারটেকার হিসেবে দেখাশুনার জন্য রাখা হয় কর্ণেলের ভাতিজা আহমেদ আল মারুফ প্রকাশ রবিন কে। সেই সুবাধে ওই বাড়িতে মাদ্রক ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল সে।
টেকনাফ থেকে বিপুল পরিমান ইয়াবা ও পেনসিডিল এনে ওই বাড়িতে বিক্রির জন্য রাখা হয়েছে, এমন সংবাদে কর্ণেল মজিদের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় দীর্ঘ ৪/৫ ঘন্টা অভিযান চালিয়ে দুটি এলজি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও বিপুল পরিমানে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮৬ পিস ইয়াবা ও নগদ ৩৬ হাজার টাকা ও পার্সপোর্ট, এটিএম কার্ডসহ বিভিন্ন ব্যাংকের চেক বই । ধারণা করা হচ্ছে অভিযানের বিষয়টি টের পেয়ে ফেনসিডিল সরিয়ে ফেলেছে তারা।
আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই সেনা কর্মকর্তা।