অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় পুকুরপাড় এলাকার আনোয়ার উল্লাহ বেপারি বাড়ির মোঃ খোকনের বসত ঘরে বুধবার সকালে একই বাড়ীর নুরুল ইসলাম মন্টু, সুরমা আক্তার, সৃষ্টি আক্তার জানালা কেটে ঘরে ঢুকে আলমারি, শোকেচ, সোফা, টেবিল, কিচেন রুম, বাথরুম ভাঙচুর করে। এ সময় তারা থালা-বাসন গ্লাস প্লেট ভেঙে চুরমার করে। বিদেশ যাওয়ার জন্য গচ্ছিত রাখা নগদ ৭ লাখ টাকা, পাঁচ ভরি ১২ আনা সোনার গয়নাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এই নিয়ে খোকনের স্ত্রী খায়রুন্নেসা বিনা বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে খোকনের সাথে একই বাড়ির আনোয়ারুল্লার ছেলে নুরুল ইসলামদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। খোকনের স্ত্রী খায়রুন্নেছা অসুস্থতার দরুন তারা ঢাকায় হাসপাতালে থাকার সুবাদে ঘরে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে বাড়ীতে এসে এবিষয়ে ভুক্তভোগী খায়রুন্নেসা বলেন-আমার সব শেষ করে দিয়েছে নুরুল ইসলাম মন্টু, আমার জন্য একটা পাতিলও রাখেনি, আমি ভাত রাইন্ধা খাব। নগদ সাত লাখ টাকা ৫ ভরি ১২ আনা সোনার গয়না লুট করে নিয়েছে নুরুল ইসলাম মন্টুরা। আমি এর বিচার চাই।
অভিযুক্ত নুরুল ইসলাম মন্টু, সুরমা আক্তার বলেন- আমগো এক বস্তা সয়াবিন চুরি হইছে, আমি তাদের ঘরে খোঁজ করতে গেছি। পরে সেখানে একটা ধস্তাধস্তি হয়েছে। তাদের ঘরে থাকা একটা লাঠি দিয়ে এগুলো ভাঙছি।
এ নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নার বলেন -আমি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box