ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : আন্তঃজেলা সড়ক-মহাসড়কে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের চার সদস্যকে অস্ত্র ও লুণ্ঠিত সিএনজি চালিত অটোরিকশাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি র্যাব-২।
আজ র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের চার সদস্যকে অস্ত্র ও লুণ্ঠিত চালিত অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছে।
রবিবার দুপুর দুইটার দিকে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।