র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাসহ ২৩ মামলার আসামি সিটি শাহীন নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোনপাড়ায় হত্যাসহ ২৩ মামলার আসামি সিটি শাহীন নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন।

 

ঘটনাস্থল থেকে ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

র‌্যাবের দাবি, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০/১২ জনের অস্ত্রধারী দল র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন শাহীন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

 

তিনি  বলেন, ‘শাহীন চিহ্নিত মাদক কারবারি। তাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে সিটি শাহীনের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব দুপুরে চোনপাড়া বস্তিতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০/১২ জনের অস্ত্রধারী দল র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।

 

র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় শাহীন। পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা গেছে, সিটি শাহীনের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। এরমধ্যে- দুটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, যৌন নিপিড়ন এবং অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে।

 

র‍্যাব-১ এর অধিনায়ক আরও বলেন, শাহীনকে আহত অবস্থায় যখন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার দলবল সিএনজি করে মাইক্রোবাসে ধাওয়া করে। এ সময় মাইক্রোবাস থামিয়ে তাদের ধর‍তে গেলে তারা পালিয়ে যায়। খুবই ভয়ংকর অস্ত্রধারী শাহীনের দলবল।

 

এর আগে সবশেষ ১৯ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মুবিন নামের এক যুবক নিহত হন। তখন র‌্যাব দাবি করে, নিহত যুবক একজন মাদক কারবারি। ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪টি গুলি উদ্ধার করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ মানবিক দেশ গড়তে চান তারেক রহমান

» ‘আর কারও যেন মাগুরার শিশুটির মতো করুণ পরিণতি না হয়’

» শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিৎ: আমান

» ‘সৌদি অর্থ দেয়নি, দ্বিগুণের বেশি টাকা ব্যয় প্রতিটি মডেল মসজিদে’

» হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত : মুখপাত্র

» জামায়াত শাপলাকে, আওয়ামী লীগ শাহবাগকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে: মাহফুজ আলম

» সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন

» ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : প্রিন্স

» আগের বিচারগুলো হলে আছিয়াকে এভাবে হারাতে হতো না : সারজিস

» ভূমিকম্পে কাঁপল ইতালি, আতঙ্কে রাস্তায় মানুষ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাসহ ২৩ মামলার আসামি সিটি শাহীন নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোনপাড়ায় হত্যাসহ ২৩ মামলার আসামি সিটি শাহীন নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন।

 

ঘটনাস্থল থেকে ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

র‌্যাবের দাবি, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০/১২ জনের অস্ত্রধারী দল র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন শাহীন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

 

তিনি  বলেন, ‘শাহীন চিহ্নিত মাদক কারবারি। তাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে সিটি শাহীনের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব দুপুরে চোনপাড়া বস্তিতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০/১২ জনের অস্ত্রধারী দল র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।

 

র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় শাহীন। পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা গেছে, সিটি শাহীনের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। এরমধ্যে- দুটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, যৌন নিপিড়ন এবং অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে।

 

র‍্যাব-১ এর অধিনায়ক আরও বলেন, শাহীনকে আহত অবস্থায় যখন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার দলবল সিএনজি করে মাইক্রোবাসে ধাওয়া করে। এ সময় মাইক্রোবাস থামিয়ে তাদের ধর‍তে গেলে তারা পালিয়ে যায়। খুবই ভয়ংকর অস্ত্রধারী শাহীনের দলবল।

 

এর আগে সবশেষ ১৯ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মুবিন নামের এক যুবক নিহত হন। তখন র‌্যাব দাবি করে, নিহত যুবক একজন মাদক কারবারি। ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪টি গুলি উদ্ধার করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com