ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল টাইগাররা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে জয়ের সুবাদে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।
বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আফগানিস্তানের সমান ২২২ রেটিং পয়েন্ট পেলেও মূল পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন ৯ নম্বরে। আফগানরা নেমে গেছে ১০ নম্বরে। টাইগারদের মোট পয়েন্ট ১২,২২৩, আফগানদের ৮,২১৩।
বর্তমানে র্যাংকিংয়ের শীর্ষে ভারত (২৭১ রেটিং)। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬৬), ইংল্যান্ড (২৫৭), নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম) ও পাকিস্তান (৮ম)।
এশিয়া কাপে এর আগে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে যায়। আফগানিস্তানকে হারানোয় টুর্নামেন্টে এখনো টিকে আছে টাইগাররা।
তবে সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর। আফগানদের হারালে স্বস্তিতে সুপার ফোরে যাবে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান জিতলে নামতে হবে রান রেটের কঠিন হিসেবে।