ফাইল ফটো
অনলাইন ডেস্ক :টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে রহমত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলার শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত রহমতের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।