ফাইল ফটো
অনলাইন ডেস্ক : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত আন্দোলনকারী শিক্ষকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিচার্জে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়ে উখিয়া হাসপাতালে ভর্তি হয়েছে। উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনে নেতৃত্বদানকারী শহিদুল ইসলাম শামীম ও সুজন রানাসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
জিনিয়া শারমিন রিয়া নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
বুধবার সকাল থেকে আন্দোলনে যোগ দিতে সড়কে নেমে আসেন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। এ সময় অভিযোগ উঠেছে, আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং এক শিক্ষককে হেফাজতে নেয়। এতে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস দিলেও সমাধান না মেলায় তারা সড়কে নেমে আসেন। সর্বশেষ আজকের ঘটনায় পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে।