বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার (১৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হয় চিটাগং চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেয়েছে ৭ রানের জয়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এলিমিনেটরে টস জিতে ফিল্ডিং নেয় খুলনা। ক্যারিবীয় তারকার ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় চিটাগং চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান করে খুলনা।
এদিকে, মাত্র ৭ রানে ম্যাচ হারে আসর থেকে ছিটকে গেল খুলনা টাইগার্স। আর জয়ী হয়ে চিটাগং চ্যালেঞ্জার্স প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে খেলবে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড;
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভার; ১৮৯/৫; (লুইস ৩৯, জাকির ০, আফিফ ৩, ওয়াল্টন ৮৯*, শামিম ১০, মিরাজ ৩৬, হাওয়েল ৮*);
খালেদ ৪-০-৪০-২, নাবিল ৪-০-১৫-১, রুয়েল ৩-০-৩২-১, পেরেরা ৩-০-৩৭-০, মাহেদি ৩-০-৩৭-১, ফরহাদ ৩-০-২৫-০
খুলনা টাইগার্স: ২০ ওভার; ১৮২/৫; (ফ্লেচার ৮০*, মাহদি ২, সৌম্য ১, মুশফিক ৪৩, ইয়াসির ৪৫, পেরেরা ৩);
(নাসুম ৪-০-২৪-১, শরিফুল ৩-০-৩৫-০, মিরাজ ৪-০-৪০-২, মৃত্যুঞ্জয় ৪-০-৩৪-১, হাওয়েল ৪-০-৩৬-০
ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ রানে জয়ী।