ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : কমলাপুর রেলস্টেশন থেকে রেলের অনলাইন টিকিটসহ মো. রাকিব মিয়া (২৪) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
এসময় তার কাছ থেকে ২১টি টিকিট উদ্ধার করা হয়। শুক্রবার (২১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার এক টিকিট কালোবাজারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের এগারো সিন্ধু, গোধূলী, প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসব টিকিট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির কথা স্বীকার করেছে আটক রাকিব।