ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট : নরসিংদীতে রেললাইনে ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম(৫০) নামের এক গৃহবধূ নিহত হয়।
আজ দুপুরে নরসিংদীর বাসাইল রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ এবং নিহতের স্বজন সূত্রে জানা যায়, আজ দুপুরে সেলিনা বেগম বাসাইল একাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে। এসময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।